
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নিখোঁজ ইজিবাইক চালক
মোঃ রায়হান কবির মিলনের মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সড়কের ওপর থেকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা
এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা
হয়।গোবিন্দগঞ্জ থানার বৈরাগী পুলিশ তদন্ত ফাঁড়ির পুলিশ স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার
করে মর্গে প্রেরণ করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়।
তার সাথে কোন পরিচয়পত্র বা মোবাইল না থাকায় মরদেহের
পরিচয় পায়নি পুলিশ। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া গ্রামের মৃত,সায়েদ আলীর পুত্র মোঃ রায়হান কবির মিলন ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রতি
দিনের ন্যায় তার নিজ গ্রাম থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে আসেন।ইজিবাইক নিয়ে যাওয়ার সময় রায়হানের মুঠোফোনে জনৈক ব্যক্তির মোবাইল ফোন থেকে একাধিকবার ফোন আসে।তিনি রাণীগঞ্জ বাজারে যাত্রী নামিয়ে দিয়ে সন্ধ্যায় ওই ফোন করা ব্যক্তিকে নিয়ে উপজেলার ওসমানপুর বাজারের উদ্দেশ্যে চলে যান বলে ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষ দর্শী এবং গ্রামবাসী জানান। ওই সময় থেকে রায়হান নিখোঁজ হন। রাতেই তার পরিবারের লোকজন খোাঁজাখুজির এক পর্যায়ে পর দিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার
কামদিয়া ইউনিয়নের চালিতা এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় রায়হান কবির মিলনের মরদেহ পায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।