কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ( ডিগ্রি) মাদরাসা সংস্কারের দাবী নিয়ে সমস্যা সমাধানোত্তর নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা মুফিজুর রহমানকে বরণ অনুষ্ঠান সস্পন্ন হয়েছে। একই সাথে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শফিউল হক চৌধুরীর বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী অনুষ্টান। এতে সভাপতিত্ব করেন,বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাষ্টবিজ্ঞানের প্রভাষক শফিউল হক চৌধুরী।
বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার প্রধান গেইটে প্রবেশ কালে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক এবং কমিটির সদস্যরা দুই অধ্যক্ষকে ফুলেল তুরা দিয়ে বরণ করে নেন। এর পর মাদরাসা মিলনায়তনে ছাত্র হাফেজ আরফাতুল ইসলামের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মৌলানা আবু আবদুল্লাহ মো: জহিরুদ্দিন বদরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইউপি সদস্য মোঃ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক ছৈয়দ হোসেন,আরবী প্রভাষক মৌলানা মোঃ আবদুল্লাহ,মাস্টার শাসশুল আলম,মাস্টার সেলিম উদ্দিন,সাবেক ছাত্র ও শিক্ষক মৌলানা নুরুল হাকিম,সাবেক ছাত্র ও রামু উপজেলা জামায়াত নেতা তৈয়ব উল্লাহ,সাবেক ছাত্র ও রামু উপজেলা যুবদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্র মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মৌলানা মোঃ শরিফ, বর্তমান ছাত্র সালাহউদ্দিন, তাসনিমুল হাসান বুলবুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাদ্রাসার প্রবীন আলেমেদ্বীন মওলানা আনছার উল্লাহ।