
রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিরপুর শাহ আলী থানা এলাকার ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো,রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো.মাহমুদুল ইসলাম (২৬)। এসময় তাদের কাছ থেকে ২ বোতল গ্যাস ক্যান,অটো সুইচ,মরিচ বাতি,২ টা রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর,রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ,সকেট,সুইচ,ওজন মাপার মেশিন,বল বিয়ারিং,তারকাটা,বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান,বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আপন দুই ভাই কে গ্রেফতার করেছে সিটিটিসি ইউনিট।
তাদেরকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর শাহআলী এলাকা থেকে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ডিআই/এসকে