
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি বর্ষনকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান,গত ৪ আগস্ট নেত্রকোনা বারহাট্টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষনকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর হতে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ডিআই/এসকে