ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি

ছাগলে ধান খাওয়ায় নারীকে কোদাঁল ও দাঁ দিয়ে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কোদাঁল ও দা দিয়ে মাথার ডান এবং বাম পাশে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে প্রথমে চিকিৎসার জন্য আমতলী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে পরে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।এঘটনায় ১২ই সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায় গতকাল ১১ই সেপ্টেম্বর উপজেলার পশ্চিম চুনাখালি গ্রামের শহিদুল প্যাদার পালিত ছাগল বিবাদীদের জমির ঘাস খেলে বিবাদীরা ছাগলটিকে মাটির মধ্যে পা দিয়ে চেপে ধরে মারতে থাকলে শহিদুল প্যাদার স্ত্রী
নুরুন্নাহার (৪০) ছাগলটি উদ্ধার করতে গেলে তার সাথে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে বিবাদী নাসির হাওলাদার তার হাতে থাকা কোদাঁল দিয়ে নুরুন্নাহারের মাথার ডান পাশে কোপ দেয় এবং তার ছেলে দুই নং বিবাদী মো: সাগরের হাতে থাকা দা দিয়ে নুর নাহার বেগমের মাথার বাম পাশে কোপ দেয়। পরে এরা সহ অন্য বিবাদীরা মিলে কোদাঁলের আছারি ও লাঠি দ্বারা নুরুন্নাহার বেগমকে কাঁদা পানিতে চেপে ধরে পেটাতে থাকলে নুরুন্নাহারের ডাক চিৎকার শুনে মেয়ে লামিয়া মাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয়। রক্তাক্ত অবস্থায় নুর“নাহার বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা লুনা বিনতে হক আহত নুরুনাহার বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আহত নুরুন্নাহার বেগমের স্বামী মোঃ শহিদুল প্যাদা বাদী হয়ে মোহাম্মদ নাসির হাওলাদার ও মোহাম্মদ সাগরসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে আমতলী সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লুনা বিনতে হক বলেন,নুরুন নাহারের মাথায় আঘাতের চোটে হাড় কেটে যায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু এখনো আদালতের কোন আদেশ পাইডনি ।এ আদেশ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ