
রাজশাহীর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আফাজ উদ্দীনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার বেলা ১ টার দিকে পরিষদ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজের নেতৃত্বে এ হামলা করা হয়েছে।
ভিকটিম আফাজ উদ্দীন বাগমারা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। পরিষদের পক্ষে মামলার অপেক্ষায় রয়েছেন। সেটি না হলে পরিবারের কেউ বাদী হয়ে মামলা করা হবে বলে সূত্রে জানা গেছে। তিনি হামলাকারীদের শাস্তি দাবী করেন।
০৬ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অভিযুক্ত সালাম পারভেজ এর মোবাইলে ( ১২/০৯/২৪ বৃহস্পতিবার) ৪.৪৩ মিনিটে ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে। সেকারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: খাইরুন নাহার জানান, ভিকটিমের মাথায় ইনজুরি , চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মুঠোফোনে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ঘটনা সমন্ধে অবগত। পুলিশ ভিকটিমের সাথে কথা বলেছে। লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।