বান্দরবান আলীকদম উপজেলাধীন দৌছড়ি সড়কের নির্মাণ কাজে ব্যপক অনিয়মের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন । এ দুর্নীতির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বান্দরবান এর তত্ত্বাবধানে নির্মাণাধীন আলীকদম দৌছড়ি সড়কের চেইনিং ৩৮২০-৫৬৭০ মিটার রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মাননীয় উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন বাসিন্দার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শতাধিক সচেতন গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বুধবার বিকালে বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচির পালনের মধ্যে দিয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রধান করেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন বাসিন্দার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আলীকদম উপজেলার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে ৩নং নয়াপাড়া ইউনিয়ন বাসিন্দার মোহাম্মদ হোসেনের বক্তব্য বলেন, পার্বত্য বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর তত্ত্বাবধানে package No WD/DDRRIP-3HD?BAN ALIKADAM/ UNR/W-44, ID NO 403732007 নির্মাণধীন আলীকদম-দৌছড়ি সড়কের চেইনেজ (৩৮২০-৫৬৭০) মিটার রাস্তা নির্মাণ কাজে ব্যপক অনিয়ম সংগঠিত হয়েছে দাবি করে মানববন্ধন করা হয়।
গত ২০২২-২৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আলীকদম দৌছড়ি সড়কের ৫টি প্যাকেজের মধ্যে বর্ণিত প্যাকেজটিতে ৬,৬৮,০০,০০০/- হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়কটি অভ্যন্তরীন সামাজিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক।
এই সড়কটিতে ড্রইং, ডিজাইন, স্পেসিফিকেশনকে তোয়াক্কা না করে সরকারি অর্থ আত্নাসাতের মানসে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “রীফ এন্টারপ্রাইজ” বর্ণিত করে কাজে অনিয়ম সংগঠিত হয়।
মানববন্ধনে কাজের ক্রুটি সমূহে উল্লেখ করেন, রাস্তা এলটম্যান্ট অনুসারে ডিজাইন মোতাবেক মাটি কাটা হয় নাই। রিটেইনিং /গাইড ওয়াল, ক্রসড্রেনসহ প্রটেক্টিভ ওয়ার্কে স্টোন সিভস ধরা থাকলেও বেইজ ঢালাইতে ব্রীক সিভস দিয়ে অতি নিম্নমানের ঢালাই কাজ করা হয়। এমএস পাইপ প্লাসাইডিং কাজে ডিজাইন অনুসরণ না করিয়া ৪ ফুট ৫ ফুট ও ৬ ফুট পাইপ দিয়ে প্লাসাইডিং করা হয়েছে। যাহা যেকোনো মুহূর্তে ধ্বসিয়া যাইত পারে এবং নিম্নমানের ভিটুমিন ব্যবহার ও ঝিরির পাথর ব্যবহার করে নিম্নমানের কাজ করেছে আরো বেশকয়েক দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।