গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি পুন্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ - ২ মৌসুমে পেঁয়াজ, মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, ফরহাদ মিয়া, হাসান তারিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ জয়ন্ত সাহা যতন প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ শত ৪০ জন কৃষককে পেঁয়াজ ও মাসকালাই বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়।