
মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, মাদারীপুর জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার, মোঃ সাইফুজ্জামান। বুধবার সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এ মতবিনিয়মসভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, মো. মনিরুজ্জামান ফকির, ভাস্কর সাহাসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
গত আট সেপ্টেম্বর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান মাদারীপুরে যোগদান করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, মাদারীপুরে আমি নতুন এসেছি। সাংবাদিকদের সাথে নিয়ে একটি সুন্দর জেলা গঠন করতে চাই। একটি সু-শাসনের মাধ্যমে সকল প্রকার অপরাধ নির্মুল করার আপ্রাণ চেস্টা করবো। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সে বিষয়ে আমি সর্বাত্মক নজর দিবে।
জেলার সাংবাদিক ভাইদের কাছে, আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করি।