ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

অটোরিকশা চলাচল বন্ধে ‘ভলেন্টিয়ার’ নিচ্ছে মিরপুর ট্রাফিক বিভাগ

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা দিন দিন অবনতি ঘটছে। ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালনের পরও সড়কে ফিরছে না শৃঙ্খলা। সকাল থেকে রাত যানজট যেন লেগেই থাকে বিভিন্ন সড়কে। সম্প্রতি যানজটের অন্যতম কারণ ব্যাটারিচালিত অটোরিকশা মূল সড়কে চলাচল। ঠিক সেই মূহুর্তে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগ অনন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে।

মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ভলেন্টিয়ার নিয়োগ দিচ্ছে মিরপুর ট্রাফিক বিভাগ।

যানজট নিরসনে ভলান্টিয়াররা রাজধানীর কল্যাণপুর, টেকনিকেল,গাবতলী,মাজাররোড,দারুসসালাম, মিরপুর-১, ২,১০,১১,১২,১৪,কালশী,কচুক্ষেত, কাজীপাড়া,শেওরাপাড়া ও পল্লবী এলাকায় কাজ করবে। তবে এজন্য অর্থনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে,গত কয়েক সপ্তাহ মিরপুরের সব মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। পুলিশ এসব অটোরিকশাচালকদের অনুরোধ করার পরও মূল সড়কে চলাচল থামাচ্ছে না। এজন্য ভলেন্টিয়ার নিয়োগ দিয়ে এসব অটোরিকশা মূল সড়কে যাতে চলাচল করতে পারে সেজন্য কাজ করা হবে।

মিরপুর ট্রাফিক বিভাগ ফেসবুকে পোস্ট করেছে, Traffic Assistant Group (TAG) এ অংশগ্রহণ করুন, ট্রাফিক সমস্যা সমাধানে অংশীজন হোন।

ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন (কল্যাণপুর, টেকনিকেল,গাবতলী,মাজার রোড,দারুসসালাম, মিরপুর-১,২,১০,১১,১২,১৪,কালশী,কচুক্ষেত, কাজীপাড়া,শেওরাপাড়া, পল্লবী) এলাকায় যারা ট্রাফিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী,তারা Google Form এ আপনাদের নাম ও ঠিকানা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।

মনে রাখতে হবে,এটি সম্পূর্ণ ভলান্টিয়ার কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করবো। এর সঙ্গে অর্থনৈতিক প্রাপ্তির কোনো সংশ্লিষ্টতা নাই।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন,বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ট্রাফিক মিরপুর ডিভিশন,ডিএমপি ফেসবুক পেজে গুগল ফরমের মাধ্যমে ভলান্টিয়ার হিসেবে কাজের জন্য আবেদন করতে বলা হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েকশ শিক্ষার্থী এতে আবেদন করেছেন। অনেকেই মেসেজ দিয়ে জানাচ্ছেন তারা কাজ করতে ইচ্ছুক।

তিনি বলেন,ব্যাটারিচালিত অটোরিকশা ইদানিং যানজটের অন্যতম কারণ। এ জন্য ভলান্টিয়ারের মাধ্যমে পুলিশের উপস্থিতিতে মিরপুরের মূল সড়কে এসব অটোরিকশা বন্ধে কাজ করা হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ