
অদ্য ১১-০৯- ২০২৪ ইংরেজী রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় প্রধান কার্যালয়ের নির্দেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডুমুরিয়া শাখার উদ্যোগে খর্ণিয়া এজেন্ট আউটলেটে “গ্রাহক সেবা মাস”উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ডুমুরিয়া শাখার অফিসার শেখ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ইসলামী ব্যাংক খর্ণিয়া এজেন্ট আউটলেট শাখার সত্ত্বাধিকারী মোঃ আব্দুল জলিল মোড়ল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সভায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আলেম ওলামা ও শিক্ষাবিদগন এছাড়াও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডুমুরিয়া শাখার সুযোগ্য শাখা প্রধান মোঃ অহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান বিশিষ্ট শিক্ষাবীদ ও প্রধান শিক্ষক টিপনা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আবুল হোসেন বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা, সাধন কুমার মুখার্জী বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রধান শিক্ষক খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
অতিথিবৃন্দ ইসলামী ব্যাংকের উন্নতির জন্য দিক নির্দেশনা প্রদানমূলক বক্তব্য প্রদান করেন এবং ব্যাংকের সার্বিক কাজের সাথে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৪ নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মওলানা বেলাল হুসাইন ইমাম ও খতিব খর্ণিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।