
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি”র বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১ ভরি ৬আনা ওজনের একটি স্বর্ণের পাত, মায়ানমারের টাকা ও বাংলাদেশি বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার পন্যসহ দুই মিয়ানমার (বার্মিজ) নাগরিককে আটক করেছে বিজিবি। তারা হলেন মিউলাই ওয়া (২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দায়িত্বশীল সূত্র জানান,মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি নামক এলাকায় বিজিবির চেকপোস্ট থেকে স্বর্ণ ও মায়ানমারের ৩৮ হাজার টাকা ও বাংলাদেশি নগদ ৫৫ হাজার টাকাসহ বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সমগ্রীসহ এ দুই মায়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হন বিজিবি।
১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল এসি সাংবাদিকদের জানান,সীমান্ত সুরক্ষার পাশাপাশি সন্ত্রাসী, মাদক,চোরাকারবারিসহ সীমান্তে যে কোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।