
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পুলিশ সুপার হিসাবে চুয়াডাংগা জেলায় যোগদান করেন। তিনি জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের পর থেকেই সকল ইউনিট ইনচার্জ, থানা, ডিবি, ডিএসবি, ট্রাফিক ও কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, জনসাধারণের আস্থা অর্জন ও পুলিশীং কার্যক্রম নতুন উদ্যমে গতিশীল করতে ইতোমধ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন।
তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় দর্শনা ও দামুড়হুদা থানার সকল অফিসার-ফোর্স এবং সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। উপস্থিত জনসাধারণ পুলিশের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থার তুলনায় চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, যার কৃতিত্ব জেলার জনগণের।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বতঃস্ফূর্তভাবে নিয়মিতভাবে অর্পিত দায়িত্ব পালন করছে। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গাসহ দর্শনা ও দামুড়হুদা থানার অফিসার ফোর্স এবং স্থানীয় জনসাধারণ।