
পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহিদ পরিবারের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও স্বরন সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলার ২৩ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময় স্মৃতিচারণ করতে গিয়ে এক হৃদয়ের বিদারক পরিবেশ তৈরি হয়। এসময় এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইয়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, এবং জিহাদ হোসাইন।