
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর অরুয়াইল গ্রামের হাজী আবেদ আলীর ছেলে বাচ্চু মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোশারফ ভুঁইয়া সহ ৭জনের নাম উল্লেক করে সরাইল থানায় এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরো অনেককে আসামী করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলেন, অরুয়াইল গ্রামের মুখলেছ মিয়া, বাশারফ হোসেন ভুইয়া, মোশারফ মিয়া, রউফ মিয়া, বাবুল মিয়া, আয়ুব হোসেন ও মাসুদ মিয়া।
মামলার লিখিত অভিযোগে বাচ্চু মিয়া বলেন ইউপি চেয়ারম্যান মোশারফ ভূইয়া তার ক্রয়সূত্রে মালিকানাধীন ৪ শতাংশ জায়গা জাল দলীল করে দখলের পায়তারা করছে। এ থেকে পরিত্রান পেতে হলে তিনি তার নিকট নগদ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার জায়গা দখল করাসহ মারত্মক ক্ষতি সাধনের হুমকি দেন।
মামলার বাদী বাচ্চু মিয়া ও স্থানীয় অনেক ভুক্তভোগী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ ভুইয়া দলীয় প্রভাব খাটিয়ে এলাকার অনেক নিরীহ লোকজনদেরকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি বিভিন্ন কৌশলে অবৈধভাবে নিরীহ মানুষের জায়গা জমি জবরদখল করে আসছিলেন।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার নির্যাতনের শিকার অরুয়াইল গ্রামের আসাদ মিয়ার ছেলে জাবেদ মিয়া, বিলকিস আক্তার, কুতুব উদ্দিন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া, মেয়ে মোসাম্মৎ কহিনুর বেগম, হাজী আকতার আলীর ছেলে তাজুল ইসলাম, বিল্লাল মিয়ার স্ত্রী রুকিয়া বেগম, লাল মিয়ার ছেলে দয়াল মিয়া, তনু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমসহ ভুক্তভোগীরা জানান চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ও তার লোকজন জাল দলিল করে বিভিন্ন কৌশলে তাদের জায়গা সম্পত্তি দখল করেছে। এসব নিয়ে আদালতে মামলাও রয়েছে। অনেকের জায়গা জমি দখল করার হুমকি দিয়ে এখনো চাঁদা দাবি করছে।
আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে এতদিন কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস করেননি।এমনকি থানায় মামলা দিতে গেলে থানা মামলা গ্রহন করেনী। তার অত্যাচার ও নির্যাতনের শিকার ইউনিয়নের আরো অনেক পরিবার। সে এতটাই দুর্ধর্ষ যে,তার বিরুদ্বে কেউ মুখ খুলতে সাহস পেতনা। চেয়ারম্যান মোশাররফ হোসেনকে রাজনৈতিক নেতাসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা আড়ালে তাকে শেল্টার দিয়ে থাকেন।
এ ব্যাপারে ইউপি,চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(চলতি দায়িত্ব) মোঃ রফিকুল হাসান বলেন, অরুয়াইল ইউপি চেঢারম্যান মোশারফ ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, জালিয়াতি, নাশকতা,সন্ত্রাসী,নারী কেলেংকারী, লুটপাট, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ময়মনসিংহের ভালুকায়, গাজীপুর জেলা, ঢাকার ইত্তরার আজিমপুর নারায়ণগঞ্জের ফতুল্লা সহ দেশের বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সরাইল থানায় বাচ্চু মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।