
সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কয়েক মাস আগে সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত উচালিয়াপাড়ার হাসপাতাল মোড়ে কুরআন ভাস্কর্যের পাশের আরসিসি বাইপাস রাস্তাটি বিভিন্ন স্থান ভেঙে গেছে। বৃষ্টি হলে পানি জমে যাওয়া ফলে বাইপাস রাস্তাটিতে রড বের হয়ে গেছে। রাস্তা নির্মাণের কয়েক মাসেই ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে অফিস সূত্রে জানা যায়, উপজেলার উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে কুরআন ভাস্কর্যের ঢালাই বাইপাস আরসিসি রাস্তা নির্মাণের দরপত্র আহবান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজ পান। এতে ব্যয় ধরা হয় ৭ লাখ টাকা। ২০২২- ২০২৩ অর্থবছরের বরাদ্দ হতে মঞ্জুর হয়। তারই শর্তসাপেক্ষে ঠিকাদার কার্যাদেশ পায়। কাজটি বাস্তাবায়ন করছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিস।সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তা নির্মাণের শুরুতেই নিম্নমানের পাথর ও সিমেন্ট পরিমাণ কম ব্যবহার করেন ঠিকাদার। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন কাজের শুরুতে কোন রকমভাবে লেপ শেপ দিয়ে দায়সারা ভাবে কাজ করেছে। এর ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই রাস্তায় চলাচলের পথচারীরা।ঢালাই বাইপাস রাস্তা নির্মাণে পাথরের কংক্রিট ও পরিমাণে সিমেন্ট কম দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় পথচারী আব্দুল্লাহ বলেন, রাস্তাটি হওয়ায় খুশি হয়ে ছিলাম কিন্তু কয়েক মাস না পেরোতেই রাস্তার সামনে বিশাল বড় ভাঙনে রড দেখা দিয়েছে। এতে পথচারীরা চলাচল করতে অসুবিধা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।
অটোরিকশা চালকরা জানান, রাস্তা দেবে ও ভেঙে যাওয়ায় গাড়ি চালাতে পারছেন না তারা। গর্তে পড়ে অটো রিকসার রিং ভেঙ্গে যায়। তাই অনেক সাবধানে চলাচল করতে হয় দুর্ঘটনা ভয়ে আতঙ্কে থাকি।
সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূইঁয়া এ ব্যাপারে বলেন, ঢালাই আরসিসি রাস্তাটা করার সময় কিউরিং কম করা হয়েছে। যানবাহনের অতিরিক্ত লোডে রাস্তাটি ফেটে যায়। জন গুরুত্বপূর্ণ রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হবে বলে জানান তিনি।