আমতলী (বরগুনা)প্রতিনিধি ঃ বরগুনার আমতলীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসানের নেতৃত্বে আমতলী পৌরসভার খোন্তাকাটায় এলাকায় অ্যাডভোকেট আমান উল্লাহ
ফিরোজের বাসার সামনের সড়কের পশ্চিম পাশে সরকারি জমিও জনসাধারনের চলাচলের সড়ক দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল খোন্তাকাটা এলাকায় সুজন নামের জনৈক ব্যক্তি সরকারী খাস জমি দখল করে পাকা স্থাপনা ও জনসাধারনের চলাচলের রাস্তা বেড়া দিয়ে আটকিয়ে রাখে । স্থানীয় জনসাধারন এ খবর আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসানকে জানালে মঙ্গলবার সকালে তিনি সরেজমিন পরিদর্শন করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় তার
সাথে আমতলী ভুমি অফিসের কর্মকর্তারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, সরকারী জমিতে কেহ অবৈধভাবে স্থাপনা
করতে পারবেনা। যারা সরকারী জমিতে স্থাপনা করেছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।নতুন করে সরকারী জমিতে কাউকে কোন স্থাপনা করতে দেয়া হবেনা। তিনি আরো বলেন২/১ দিনের
মধ্যে পৌর শহরের সকল সরকারী স্থাপনায় সরকারী মালিকানাধীন সম্পত্তিতে সরকার মালিক বলে সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে।