ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ তৈরি,পাবনায় যুবক গ্রেফতার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন তৈরিসহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের ১ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নিলয় পারভেজ ইমন (২৬)। তিনি আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার রাতে পাবনা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর সিপিসি-২ পাবনার একটি দল।

বুধবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।

তিনি জানায়,গত মার্চ মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে বাংলাদেশি জন্ম সনদপত্র তৈরির ঘটনা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। জন্ম নিবন্ধনের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এ ধরনের কার্যক্রম বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা এবং বেআইনি প্রবেশাধিকারের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি হয়। এ ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় সরকারি ডিজিটাল পরিকাঠামোতে অননুমোদিত প্রবেশ করে ডিজিটাল প্রতারণা এবং হ্যাকিং এর অপরাধে একটি মামলা হয়।

এহতেশামুল হক খান বলেন,“স্পর্শকাতর বিষয়টি সামনে আসতেই ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামেন পাবনা র‌্যাবের সদস্যরা। এরই ধারাবাহিকতায় তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে আসামির অবস্থান শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাসনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমনকে (২৬) পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দলটি।

র‌্যাব জানায়,নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন, পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষাসনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্সের মতো স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেয়ার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ