
বিশেষ ট্রাইবুনালে জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও রেশনিং ব্যবস্থা চালুসহ ৬ দফা দাবীতে দাবী দিবস পালন উপলক্ষে পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট পটুয়াখালী। জানা যায়,
১০সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উক্ত দাবীতে ডিসি কোর্টএলাকায় বাম গণতান্ত্রিক জোট পটুয়াখালীর পথ সভায় অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, এ জোটের আহবায়ক পটুয়াখালী জেলা সিপিবি সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সদস্য সচিব জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সবুজ, সিপিবি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস নাগ, জেলা যুব ইউনিয়নের সভাপতি এমএ হাই আকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রান্ত রায় প্রমুখ।
বাম গণতান্ত্রিক জোটের অন্য দাবী সমূহ হচ্ছে-খেলাপী ঋণ, পাঁচারের টাকা উদ্ধার, সংশ্লিষ্ট অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত ও বিচার করা, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে হবে এবং সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষনা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এসময় সমাবেশে বাম গণতান্ত্রিক জোট পটুয়াখালী এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।