
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার মো. জাবেদুর রহমান যোগ দিয়েছেন। এর আগে তিনি সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩ সেপ্টেম্বর তার ব্রাহ্মণবাড়িয়া বদলির আদেশ হয় এরপর ৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।
২০০৫ সালের ২ জুলাই ২৪ তম বিসিএস এর মাধ্যমে পুলিশে যোগ দেয়া এই কর্মকর্তা ২০১৮ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনে এসপি হিসেবে টাঙ্গাইল ও নোয়াখালী সদর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকার নৌ পুলিশ এবং সর্বশেষ সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সুদানে দায়িত্ব পালন করেন মোঃ জাবেদুর রহমান। সিলেট সদর উপজেলার বাসিন্দা পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে। প্রায় দুই বছর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে সাত সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যান তিনি। যাওয়ার প্রাক্কালে বিদায় পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন কে প্রেস ক্লাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।