
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার তিনটি ইউনিয়নে অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে তিনজন প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রসাশকের স্বাক্ষরিত অফিস আদেশে আংগারিয়া ইউনিয়নের অনুপস্থিত চেয়ারম্যান সৈয়দ গোলাম র্মতুজা শুক্কুরের স্থলে ইউপি সদস্য জিল্লুর রহমান সোহরাবকে, লেবুখালী ইউপি চেয়ারম্যান যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন এর স্থলে ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান শরীফকে ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান সিকদারের স্থলে ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান ফোরকানকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। তাদেরকে র্বণিত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য র্আথিক ও প্রসাশনিক ক্ষমতা র্অপন করা হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পরর্বতী র্নিদেশনা না আসা
র্পযন্ত বলব থাকবে। জেলা প্রসাশকের অফিস আদেশ নং ৫৩৪ তারিখ ০৯