
সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়িতে বিএনপির আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কঞ্চিবাড়িতে ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো: আন্না কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কঞ্চিবাড়ি ইউনিয়নের দুবারের সফল চেয়ারম্যান গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব মনোয়ার আলম সরকার।কঞ্চিবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন তানজু মিয়া,সামছুল হক শান্তু,আশরাফুল ইসলাম,মনির হোসেন,সুমন মিয়া, রনজু মিয়া মেহেরুল সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার আলম সরকার বলেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা শক্ত হাতে দমন করা হবে।