
দিনাপজপুরের ঘোড়াঘাটে যাত্রী বাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। ১১ নভেম্বও শনিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় দিনাজপুরের তীর্থস্থনান থেকে আসা সনাতন ধর্মালম্বীদের যাত্রীবাহী
বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে
ছেড়ে আসা ভাড়া করা একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। একই সময় রাণীগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন আলমগীর হোসেন। বাসটি কলাবাড়ী নামক স্থানে পৌঁছালে চলতি বাসের বাম পাশের চাকাটি বিকট শব্দে ফেটে যায়।
এতে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক। খবর পেয়ে রাণীগঞ্জ বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আলমগীরকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লে ভর্তি করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্স জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রুপম কুন্ডু বলেন, রাত ৭ টা ৫৫ মিনিটে রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছে। নিহত ব্যক্তির দুই পা এবং হাতে গুরুতর জখম রয়েছে। তাছাড়া তিনি বুকে আঘাত পেয়েছিলেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার
পরপরেই রাস্তার পাশে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও চালক সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করবেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।