
পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউপি চেয়ারম্যানের বাস ভবনের দেয়ালে হঠাৎ করে বিটিসিএল’র একটি সাইন বোর্ড লাগানো দেখা যাচ্ছে। সুত্রে জানা গেছে,১০সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা১২টার সময় এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনের দেয়ালে লাগানো বিটিসিএল’র একটি সাইনবোর্ড হঠাৎ স্হানীয়রা দেখতে পায়। মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবনে লাগানো হঠাৎ স্হানীয় জনসাধারণের দেখতে পাওয়া এ সাইনবোর্ড টিতে যা লেখা রয়েছে তা এখানে হুবাহুব তুলে ধরা হলো- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড ( বিটিসিএল) এর নিজস্ব সম্পত্তি কাঠালতলী বেতার পিসিও জেএলনং ০৭,মৌজাঃ উত্তর কাঠালতলী, খতিয়ান নং- ১১ ও ৮২ জমির পরিমাণ ২০ শতাংশ। সুত্রে আরও জানা গেছে, ২০২৩ সালে জমি ক্রয় করে নাকি এ জমিতে বাস ভবন নির্মাণ করে উক্ত পরিষদের চেয়ারম্যান তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। মাধবখালী ইউনিয়ন পরিষদ( ইউপি)চেয়ারম্যানের নাম হলো কাজী মোঃ মিজানুর রহমান ( লাভলু) চলবে।