সাবেক সরকার পতনের পর পটুয়াখালী পৌরসভাধীন ৯নংওয়ার্ডের ১টি পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান,বাসাবাড়িতে হামলা- ভাংচুর, লুটপাট, নারীদের মারধর করার প্রতিবাদে ও জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবে এ ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যােগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও মেসার্স রোজা এন্ড সাওম এন্টারপ্রাইজ'র সত্বাধীকারী মো. ফিরোজ আশরাফ। এসময় উক্ত সংবাদ সম্মেলনে মো. ফিরোজ আশরাফ এর পিতা- আঃ খালেক মৃধা,মাতা- মোসা. সেফালী বেগম,স্ত্রী মোসা. সাহিদা আক্তার সুরমা ও আত্মীয় সালমা জাহান এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: মেসার্স রোজা এন্ড সাওম এন্টারপ্রাইজ'র সত্বাধিকারী মো. ফিরোজ আশরাফ ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পৃথক দু'টি মামলা দায়ের করেছেন। উক্ত মামলা দু'টি হলো - মোকাম পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালত দ্রুত বিচার মামলা নং ১৪ /২০২৪ ও মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালী থানা সি আর মামলা নং এমপি ৭০/২০২৪।