
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ( সোমবার) সকাল ১১ টার সময় রায়পুর উপজেলা প্রশাসন হলরুমের সামনে এ গো- খাদ্য বিতরণ করা হয়।
বিতরণকালে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান গণমাধ্যমকে বলেন,” স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের কথা চিন্তা করে রায়পুর প্রাণিসম্পদের দেওয়া তালিকা অনুযায়ী ১২০ জন খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। ”
এসময় রায়পুর উপজেলায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী, ক্ষতিগ্রস্ত খামারি, সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।