
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর নির্দেশে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে অনুদানের চেক হস্তান্তর করেছেন তার দলের নেতৃবৃন্দ। ৯ সেপ্টেম্বর সোমবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ ও দু’জন এ দলের কেন্দ্রীয় কমিটির নেতা পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে অনুদানের একটি চেক হস্তান্তর করেন। এ চেক হস্তান্তর অনুষ্ঠানে এসময় পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের অন্যতম নেতা শহিদুল ইসলাম ফাহিম ও উক্ত দলের পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এবং সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও স্বপন ব্যার্ণাজী সহ গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা।