
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছ। গতকাল থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মহিপুর মৎস্য আরত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, নিম্নচাপের খবর শুনে ইতিমধ্যেই অধিকাংশ মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।