ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

হাতিয়ায় বালু উত্তোলন করে অবৈধভাবে ফসলি জমি দখলের অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে জমি দখল ও মসজিদের পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। এতে একদিকে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ফসলি জামি ও তার ফসল। অন্যদিকে সামাজিক পরিবেশ বিপন্ন হওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীদের মাঝে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কিল্লা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মসজিদ সংলগ্ন জমিতে বিশাল আয়তনের বাঁশের চালির ঘেরা দিয়ে বালু আটকিয়ে ঢিবি করে রাখা হয়েছে। নদীর কূল থেকে বালু ওঠানোর কাজে ব্যবহৃত লম্বা পাইপের সংযোগ জমির উপর দাঁড়িয়ে আছে। আশ পাশে অবস্থিত বাড়ী ঘরে গৃহস্থ নর-নারীদের স্বাভাবিক জীবনযাত্রা বালুর কারণে ব্যহত হচ্ছে।

এলাকাবাসী জানায়, চরকিং ইউনিয়নের কিল্লা বাজার থেকে জনতা বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ার কথা। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এম আলী কর্পোরেশন। তারা কাজটি শুরু করার লক্ষ্যে নদী থেকে বালু উত্তোলন করে প্রায় ১৮০ শতক কৃষি জমি এবং পাশের মসজিদের পুকুর বালি ফেলে জোরপূর্বক ভরাট করে। এতে জমির মালিক বাধা দিলে তাকে ভয়ভীতি দেখিয়ে হেনস্থা করা হয়।

জমির মালিক আবুল হোসেন বলেন, এমপি মোহাম্মদ আলীর নির্দেশে চেয়ারম্যান নাঈম মিয়া আমার জমিতে বালু ফেলা শুরু করলে আমি বাধা দিয়, তারা আমাকে মাইর ধর করে, আমি যদি আর এখানে আসি আমাকে বালুর নিছে ঢুকিয়ে ফেলবে বলে হুমকী দেয়। আমি তাদের ক্ষমতার কাছে অসহায় ছিলাম, আপনাদের মাধ্যমে আমি এর বিচার চাই।

মসজিদ কমিটির সভাপতি মো. আফের উদ্দিন বলেন, আমাদের পুকুরটি জোর পূর্বক বালু দিয়ে ভরাট করে ফেলেছে। অজু কালামের জন্য রাস্তার ওপারে গিয়ে অন্য পুকুরে যেতে হচ্ছে। বাতাসের সাথে জানালা দিয়ে মসজিদের ভিতরে বালু ঢুকে পড়ায় মুসুল্লিদের অসুবিধার সৃষ্টি করছে।

সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, মূলতঃ সাবেক এমপি মোহাম্মদ আলীর নির্দেশে এলাকার চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার সিন্ডিকেটে কিছু মাস্তান রয়েছে তারা জনগণকে বাকরুদ্ধ করে নদী থেকে বালু উত্তোলনের কাজ টা করছে। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে প্রতিকার করা উচিত এবং যে লোকটার জমিতে বালু রাখা হয়েছে অতি সত্বর সরিয়ে উম্মুক্ত করা উচিত যাতে সে জমিতে চাষাবাদ করতে পারে।

এ বিষয়ে চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন মুঠো ফোনে জানান, কিল্লা বাজার রাস্তার কাজটি পেয়েছে এম আলী কর্পোরেশন। কাজ শুরু করার আগে তারা বালু রাখার জন্য আবুল হোসেনের জমিটি সিলেক্ট করে। সে লক্ষে মালিকের সাথে আমার উপস্থিতিতে জমির ফসল বাবদ যে টাকা আসবে সেই টাকার দ্বিগুন পরিশোধ করার সিদ্ধান্ত হয়। পরে তারা জাহাজের মাধ্যমে অন্যত্র থেকে বালু এনে এখানে রাখে। রাস্তার কাজ শুরু হলে বালু নিয়ে যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বলেন, নদী থেকে বালু উত্তোলন এবং ফসলী জমি ভরাট করা সম্পূর্ণ বে-আইনি। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি খোঁজ খবর নিচ্ছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ