ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোরেলগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে অগ্নিসংযোগ, দোকান লুট

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় ও স্থানীয় সমাজ কল্যাণ অফিসে অগ্নিসংযোগ এবং একটি দোকান লুট করেছে দুর্বৃত্তরা।( ৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চিংড়াখালী বাজারের দুই পাহাড়াদারকে বেঁধে রেখে এই অগ্নিসংযোগ ও লুট করেন মুখোশধারীরা। অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের শনাক্তপূর্বক শাস্তি চেয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।চিংড়াখালী বাজারের পাহাড়াদার আকব্বর শেখ বলেন, মতিন শিকদার ও আমি নিয়মিত বাজার পাহাড়া দেই। গতকাল গভীররাতে হঠাৎ করে কিছু মুখোশধারী লোক এসে আমাদের দুজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ঈদগাহ ময়দানে রেখে দেয়। ঘণ্টা দেড়েক পরে তারা চলে যায়। পরে আমাদের ডাক চিৎকারে লোকজন আসে এবং মসজিদের মাইকেও ঘোষণা দেয়া হয় বাজারে সমস্যা হয়েছে। পরে আমরা দেখতে পাই ছাত্রদলের অফিস, সমাজকল্যাণ অফিসে আগুন দিয়েছে এবং ভাংচুর করেছে। আর নাইম ও সাইফুলের যে লেট্রিক্যাল-ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে সেটি লুট হয়েছে। যারা আসছিল, তারা মূলত মুখোশ পড়া থাকায় আমরা কাউকে চিনতে পারিনি।চিংড়াখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. মুন্না বলেন, আমার দায়িত্বেই এই অফিসটি ছিল। আমরা ধারণা করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।

মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাইম রেজা উজ্জল বলেন, কিছুদিন আগে আমরা এই অফিসটি করেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই অফিসে আগুন দিয়েছে এবং লুট করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি করছি।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, নাইম ও আমি এই দোকানটি চালাতাম। এখান থেকে মূলত পাইকারি দরে ইলেক্ট্রিক্যাল পণ্য, ইলেক্ট্রনিক্স পণ্য, গাড়ির ব্যাটারি ও ব্যাটারির পানি বিক্রি করতাম। দোকানে ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ও কিছু নগদ টাকাও ছিল। গতকাল রাতে দুর্বৃত্তরা লুট করেছে।দূর্বৃত্তদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ চাই।নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলছেন, পট পরিবর্তনের পরে চিংড়াখালী বাজারে মো. বাবুল বক্স নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গেল ৩০ আগস্ট এই হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে নিহতের ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এই মামলা দায়ের করেন। সেই মামলা ও হত্যার ঘটনার মোড় ঘুরাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।

শেয়ার করুনঃ