
বছরের পর বছর প্রতিনিয়ত শুনা যায় নদী ভাঙ্গনের বিকট শব্দ, আতংকে হাতিয়ায় নদী পাড়ের স্থানীয় বাসিন্দারা। এখন স্থানীয় বাসিন্দাদের মুখে একদফা দাবি নদী ভাঙ্গন রোধ চাই।৯ সেপ্টেম্বর (রোজ সোমবার) বেলা ১১টার দিকে নলচিরা ঘাট এলাকায় নদী ভাঙনের শিকার হাজার-হাজার ভুক্তভোগী নারী-পুরুষ,এতে অংশ নেন বিভিন্ন স্কুল -মাদ্রাসার শিক্ষার্থীরাও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা জানান, অনেক স্কুল মাদ্রাসা ইতিপূর্বে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখন তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ও যেকোনো মুহূর্তে নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে । তাই নিজেদের এই প্রতিষ্ঠানসহ পাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় তারা এই ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করেছেন। এতে ছাত্র-ছাত্রী, স্থানীয়সহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এছাড়াও তারা বলেন,দ্রুত তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।মানববন্ধনে নদী ভাঙন কবলিত নলচিরা ঘাট এলাকার আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া জামে মসজিদ, নুরানী মাদরাসা ও আফাজিয়া বাজার বণিক সমিতিসহ এলাকার নারী-শিশুসহ সর্বস্তরের আমজনতা অংশ নেন।
প্রসঙ্গত, হাতিয়ার উত্তর পাশে অব্যাহত নদী ভাঙনে দুইটি ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে আছে আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, দুইটি নুরানী মাদরাসা, আফাজিয়া বাজারসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।