
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: যতই ষড়যন্ত্র কর জামায়াতে ইসলামীকে আর দাবায় রাখতে পারবা না। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে আজ ৯ ই সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে রতনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়।এ সমাবেশে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মোঃ সাজেদুর রহমান সরকার সাজু। ইউনিয়ন জমায়েতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি প্রধান বক্তা গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহ সেক্রেটারি মাওঃ মোঃ আবু রায়হান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, শফিকুল ইসলাম মাস্টার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ আব্দুস সালাম,আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও:মোঃ শামছুল আলম, ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।