
৮ সেপ্টেম্বর (রোজ রবিবার) ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মিল্টন চাকমার কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণ শাখার সভাপতি মুফতি ওসমান গনি, নিঝুমদ্বীপ শাখার সভাপতি মুফতি মোহাম্মদ ইলিয়াস, উত্তর শাখার সভাপতি মোহাম্মদ সুমন গিফারী সহ প্রমূখ।
মতবিনিময় কালে ইসলামী আন্দোলনের নেতারা হাতিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন,এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছয় দফা লিখিত প্রস্তাবনা পেশ করেন, এবং বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেন। ভবিষ্যতে ও হাতিয়ার শান্তি সম্প্রীতি রক্ষায় কাজ করে প্রশাসনকে সহায়তা করবে।