
অন্ধ কল্যান সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতালে সমসাময়িক সার্বিক বিষয় নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় এ হাসপাতালের অডিটোরিয়াম রুমে উক্ত মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। এ মিট দ্যা প্রেস এর আয়োজন করেন এ সমিতি ও হাসপাতালের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতালের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ- মোশতাক আহমেদ পিনু (সভাপতি ), গোলাম আহমেদ দুলু (সহ-সভাপতি), মোঃ জাকির হোসেন (সহ-সভাপতি), এডভোকেট মোঃ রুহুল আমিন রেজা (সহ-সভাপতি),মোঃ মনিরুল ইসলাম লিটন (সাধারণ সম্পাদক), মোঃসিদ্দিকুর রহমান (যুগ্ম সম্পাদক),আলহাজ্ব মোহাম্মদ জিয়াউলুল হক ফারুক (কোষাধ্যক্ষ),মোঃ আলমগীর হোসেন বাচ্চু (প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক) এবং সদস্য মোঃ ফখরুদ্দীন খান, মোঃ মেহেদী হাসান নান্নু, শুভাশিস মুখার্জি, সুভাষ বণিক, গাজী আশফাকুর রহমান (বিপ্লব), মোঃ মশিউর রহমান (মিলন), মোঃ রিমানুল ইসলাম (রিমু),মোঃ রুহুল আমিন সিকদার (আকরাম) ওএস এম রেজভী জামান রানা। এছাড়াও এসময় মিট দ্যা প্রেস এ বিএনএসবি চক্ষু হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।