
পটুয়াখালীর মহিপুরে বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ফ্রি ফিজিও থেরাপি ক্যাম্পের মাধ্যমে সেবা প্রার্থীদের সেবা দেয়া হয়েছে। জানা গেছে, ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টা থেকে আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র, মহিপুর,কলাপাড়া,পটুয়াখালী স্হান থেকে সেবা প্রার্থীদের ফ্রি ফিজিও থেরাপি সেবা দেয়া হয়।এছাড়াও এসময় বিনামূল্যে ফিজিও থেরাপি সেবা দেয়া ও ফিজিও থেরাপি সভা এবং ফিজিও থেরাপি ইকুইপমেন্ট প্রদান করা হয়। এসময় ডা.আলমগীর হোসেন মেডিকেল অফিসার আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র,
ডা.সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট, আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র, প্যারামেডিক্স উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ডিএমএফ চিকিৎসক) আবুল হোসেন ও মোঃ আলী হোসেন সহ স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মীবৃন্দ এ ক্যাম্প পরিচালনা করেন বলে জানা যায়।