
আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার অন্তরায় ছিল স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার। দীর্ঘ ১৬ বছর তাদের মামলা,হামলা দমন নিপীড়নের কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ জামায়াত ইসলামী। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আবারো মাথা উঁচু করে দাঁড়িয়েছে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে তারা সারাদেশে করে যাচ্ছেন কর্মী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে দলকে ঢেলে সাজাতে দফায় দফায় চালিয়ে যাচ্ছেন কর্মী সমাবেশসহ নানা কর্মসূচি। সেই কর্মসূচিকে সামনে রেখে আজ ৮ ই সেপ্টেম্বর রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী নীলতাপাড়া বিরঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশের আয়োজন করেন।এ বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শামছুল আলম। ইউনিয়ন জমায়েতের সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল,,উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা নায়েবে আমীর আজিজুল হক ঠান্ডা ও ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন প্রমুখ। এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতৃবৃন্দ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।