নবনিযুক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ জনাব মোঃ রেজাউল হক, পিপিএম গত ৭ সেপ্টেম্বর ২০২৪ দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম স্থলাভিষিক্ত হলেন।
মোঃ রেজাউল হক, পিপিএম রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। খুলনা রেঞ্জের পক্ষ থেকে নতুন ডিআইজি, খুলনা রেঞ্জ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মো: হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশন্স), খুলনা রেঞ্জ, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।