
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে থাকা অনেক পরিপক্ক গাছ কর্তন না করায় নষ্ট হচ্ছে। বিশেষ করে উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নে রাস্তার দুই পাশে প্রায় চার শতাধিক গাছ মরে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই গাছগুলোর কারনে যে কোন সময় ঘটতে পারে অনাকাঙিক্ষত দুর্ঘটনা। স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশে অনেক মৃত ও ঝুঁকি পূর্ণ গাছ রয়েছে। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা এই গাছগুলো ভেঙ্গে পরে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। রাস্তার পাশে যাদের বাড়ি তারা অনেকেই সবসময় আতঙ্কে থাকে। এই গাছগুলো রাষ্ট্রের সম্পদ। আমরা চাই পরিপক্ক ও মৃত গাছ গুলো কর্তন করে পুনরায় নতুন করে গাছের চারা রোপণ করা হোক। দেবনগর ইউপি সদস্য মোঃ ওবায়দুর রহমান বলেন, অনেক গাছ মরে গেছে এবং উইপোকা খেয়ে ও পচে নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় সামান্য ঝড় বৃষ্টিতে এগুলো ভেঙ্গে যাচ্ছে। এই এলাকায় কিছুদিন আগে সামান্য বাতাসে গাছের ডাল ভেঙ্গে পড়ে এক শিশু নিহত হয়েছে। আমরা চাইনা এই গাছগুলোর কারনে আর কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক। সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ সলেমান আলী বলেন, আমার ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ৪০০ এর বেশি মৃত ও অনেক পরিপক্ক গাছ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এগুলো কর্তন করে পুনরায় নতুন করে গাছ লাগানো হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অনাকাঙিক্ষত দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ নিরাপদে থাকবে। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী বলেন, দেবনগর ইউনিয়নে সড়কের পাশে থাকা গাছ যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে অথবা গাছ যদি মৃতপ্রায় অবস্থায় থাকে তাহলে উপজেলা কাছ কর্তন কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং বন কর্মকর্তার যাচাই বাছাই পূর্বক কাজগুলো কর্তন করা হবে।