ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

গোয়ালগাঁও জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৫ পদের ৭ টিতেই প্রধান শিক্ষকের স্বজনরা

জামালপুরের বকশীগঞ্জে গোয়ালগাঁও পূর্বপাড়া জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৫ টি পদের মধ্যে প্রধান শিক্ষক সহ ৭ টি পদে তার স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এসব পদে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও পূর্ব পাড়া এলাকায় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
প্রথমে ২০১০ সালে নিম্ন মাধ্যমিক স্তরে এবং ২০২২ সালে মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয় এই বিদ্যালয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন হলেও এখন পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সহ ১৫ জন কর্মরত রয়েছেন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সারাদেশে সংস্কার কার্যক্রম শুরু হলে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতির খবর উঠে আসে। এরমধ্যে নীলফামারীর কিশোরগঞ্জের একটি বিদ্যালয়ের একই পরিবারের ১৭ জনের নিয়োগের খবর বের হলে সারাদেশে তোলপাড় শুরু হয়।
এরই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবারতন্ত্রের বিষয়টি নিয়েও তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিশেষ করে গোয়ালগাঁও পূর্বপাড়া জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্বজনদের নিয়োগ পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিভিন্ন কায়দায় তার পরিবার ও স্বজনদের শিক্ষক-কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রধান শিক্ষক ছাড়াও তার স্বজনদের মধ্যে যারা রয়েছেন তারা হলেন- তার আপন ভাতিজা মিজানুর রহমানকে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা), ভাতিজা মো. আক্তার হোসেনকে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, আপন ভাতিজা মো. লিটন মিয়াকে নৈশ প্রহরী, চাচাত ভাইয়ের ছেলে সবুজ মিয়াকে পিয়ন, আরেক ভাতিজার স্ত্রী মনেজা বেগমকে আয়া ও প্রধান শিক্ষকের শ্যালক রবিউল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসীর দাবি প্রধান শিক্ষক আব্দুস ছালাম সব সময় তার পছন্দের ও তার ব্যক্তিগত লোকদের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে তার নিকট আত্মীয়দের নিয়োগ প্রদান করেছেন।
এতে করে বিদ্যালয়ের জনবল নিয়োগে তার স্বজনপ্রীতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকার মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এলাকায় অনেকের যোগ্যতা থাকা সত্তে¡ও এই বিদ্যালয়ে অনেক যোগ্য প্রার্থীদের প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে তার পরিবারের বাইরে চাকুরী হয় নি।
একারণে পূর্বের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছে তা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।
স্থানীয়দের দাবি, বিগত সরকারের সময় তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দাপট দেখিয়ে নিজের লোকদের নিয়োগ দিয়েছেন। ফলে তার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি কেউ।
এব্যাপারে গোয়ালগাঁও পূর্ব পাড়া জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম জানান, আমার পরিবার বিদ্যালয়ে ৭৬ শতাংশ জমি দিয়েছেন। ফলে যোগ্যতা থাকাই নিজের স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা স্বীকার করেন এই প্রধান শিক্ষক।

শেয়ার করুনঃ