
আত্রাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারের অদুরে আত্রাই বান্দাইখাড়া ভরাডোবা মহাসড়কের পাশে ডুবা থেকে রবিবার সকাল ১১ টায় আত্রাই থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়,সকাল এগারটার সময় শুকটিগাছা এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- সড়কের পাশে একটি লাশ পানিতে পড়ে আছে। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে টাওজার,গায়ে হালকা লাল রঙের গেঞ্জি ছিল।
পুলিশ জানায়,লাশটি পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এটি সড়ক দুর্ঘটনা,না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জহুরুল ইসলাম জানায়,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।