
পটুয়াখালীতে হারানো স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে পালিত হয়েছে শ্মশান দিপাবলী উৎসব। শনিবার সন্ধ্যায় জেলার মহাশ্মশান ঘাটগুলোতে মোমবাতি প্রজ্জ্বলন করে এ উৎসব পালন করা হয়। এসময় শ্মশানের সামনে বাহারী খাবারের পসরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা। প্রিয়জনের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য ও ধর্মীয় গানে পূজা অর্চনায় মেতে ওঠেন সনাতনীরা। প্রতি বছর চুতর্থদশীর পূন্যতিথিতে মহাশ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ।