ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

গর্জনিয়ায় সিএনজি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে সিএনজি সংগঠনের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘঠনা ঘটেছে। এতে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রহমান গ্রুপের ৫ জন ও শ্রমীকলীগ নেতা নুরুল হুদা গ্রুপের ৩ জনসহ মোট ৮ জন আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে গর্জনিয়া বাজার স্টেশনে সিএনজি গাড়ী লাইন নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নুরুল ইসলাম (৪৮) আবু বক্কর (৩৫) ওবাইদুর রহমান (৩২) শাহ আলম (৩৪) নুরুল আবছার (৩৬) মোঃ আয়াছ (৩০) নুরুল আবছার (২৯) মোঃ রুবেল (২৩)। মোঃ আইয়ুব (৩০) শামশুল আলম (৩২)আহতরা বর্তমানে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রুবেলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে
কক্সবাজার জেলা সিএনজি, অটো রিক্স,টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্রমেট্রো ১৪৯১ এর অধীনস্থ গর্জনিয়া টু রামু ও আশপাশের সড়ক নিয়ন্ত্রণ করা শ্রমীক সংগঠনটি ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ সভাপতি আব্দর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জলিলসহ ১৬ সদস্য এ কমিটির বিরুদ্ধে জেলায় অভিযোগ দেয়। কারণ এ কমিটি দীর্ঘদিন ধরে সংগঠনে বিভিন্ন অনিয়ম ও দুনীতি করে আসছে। কিন্তু জেলার শ্রমীক সংগঠনের সভাপতি জালাল উদ্দীন, গত ২৬-৮-২০২৪ ইং ফের তাদেরকে বাহাল রেখে মোটা অংকের টাকায় কমিটি অনুমোদন দেয়। অপর পক্ষ নুরুল হুদা,নবী আলমসহ ৮৫ জন সদস্য এ কমিটি অনুমোদন দেওয়ায় তারা উক্ত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেন। এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর দুই গ্রুপে বিভক্ত হয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে।
বর্তমান সভাপতি আব্দুর রহমান জানান,তারা দীর্ঘদিন ধরে সংগঠন চালিয়ে আসছে। সম্প্রতি তাদের কমিটি পুনরায় অনুমোদন দেন জেলা সিএনজি,অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। নুরুল হুদা, মোঃ আইয়ুব, নবী আলমসহ একটি দল তাদের উপর হামলা করেন। এসময় তাদের ৬ সিএনজি চালক আহত হন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নুরুল হুদা জানান,কক্সবাজার জেলা সিএনজি অটো অটোরিক্সা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অধীনস্থ আমরা গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়নের সিএনজি চালক শ্রমিক। আব্দুর রহমানকে জেলা কমিটি এক বছরের জন্য একটি কমিটি দিয়ে ছিল ১২ -১৪ বছর আগে আব্দুর রহমান এই কমিটি পাওয়ার পরে গর্জনিয়া কচ্ছপিয়ার সাধারণ শ্রমিকের উপর নির্যাতন ও জুলুম শুরু করে দেয়, তাই আমরা সাধারণ শ্রমিক যারা আছি তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন আব্দুর রহমানকে সভাপতি করে কোনো কমিটি যেন না দেয়। সে জন্য জেলা কমিটির কাছে এই কমিটির কাছে ৮৫ জন সিএনজি গাড়ী চালক একটা অভিযোগ দেন। জেলা কমিটি আমাদেরকে সহ আব্দুর রহমানকে ডেকে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা বলে। কিন্তু আব্দুর রহমান কোনো সিদ্ধান্ত না মেনে চলে আসে। এর পর আমাদের দুই পক্ষকে ডেকে মিলিয়ে একটা কমিটি দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল।

কিন্তু জেলা কমিটি কোন সিদ্ধান্ত না করে,
আমাদেরকে না জানিয়ে মোটা অংকের টাকায় রাতারাতি আব্দুর রহমানসহ ওই কমিটিকে ফের অনুমোদন দিলে শ্রমিকরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন করলে এ ঘটনার সুত্রপাত হয়। তারা সর্বস্তরের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু সমাধান আশা ব্যক্ত করেন। এ বিষয়ে জনতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ফরহাদ আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, যে-কোন ধরনের সন্ত্রাস,মাদক কারবারীসহ বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের ছাড় দেওয়া হবেনা।

শেয়ার করুনঃ