
গন অধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময় করেছেন। ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পটুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি এসময় বিশেষ করে বলেছেন, অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী রাজধানী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দদের বেতন-ভাতা সহ সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য যৌক্তিক দাবী আদায়ে এগিয়ে আশার আহবান জানান। এক্ষেত্রে তিনি সব সময় সাংবাদিকবৃন্দদের পাশে থাকার কথা জানান। এসময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ওপটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এবং সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার প্রমুখ সহ পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।