
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার শহীদ তানভীর ও রফিকসহ সকল শহীদদের স্মরণে এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও তাদের সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়েজনে স্থানীয় গণি শাহ্ মাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মান্নান।বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হোসেন সাকিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম।উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন সোহেল ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়ন, ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুইয়া,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদল নবীনগর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহেল, পৌর শ্রমিক দল নেতা মো. আবুল হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ। এছাড়াএ বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।