ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কাতার প্রবাসীর প্রতারণার ফাঁদে শেরপুরে’র এক নারী আদালতে মামলা

শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে মোছা. সাদিয়া আক্তার (৩০) কাতার প্রবাসী, ফেনী জেলার পশুরাম উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মো.ছালে আহাম্মেদের ছেলে মো. ওসমান গণি(৩৫) প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে একলাখ টাকা। মামলার আরজি সূত্রে জানা গেছে, ওসমান গণি একজন কাতার প্রবাসী। মোবাইল ফোনের মাধ্যমে সাদিয়া আক্তারের সাথে প্রথমে পরিচয় হয়। এরপর থেকে দীর্ঘদিনধরে তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ অব্যাহত থাকে । ওসমান গণি সাদিয়াকে কাতারে ভাল বেতনে চাকুরির প্রস্তাব দেয়। এতে সাদিয়া রাজি হলে কাতার যাওয়া বাবদ একলাখ টাকা ওসমানকে প্রদান করে। এরমধ্যে ওসমানের নিকটতম বন্ধু আবু তাহেরের নামে প্রথমে অগ্রণী ব্যাংক ফেনী জেলা শাখার হিসাব নং-০২০০০০৮৩০২০০২ তাং- ২২-০৪-২৪ইং এর অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ওসমানের নিজনামে ইসলামি ব্যাংক, ফেনী জেলা শাখার হিসাব নং-২৯৯৭ এর অনুকূলে আরো ৫০ হাজার টাকা নগদ প্রদান করে মোট-একলাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে ওসমাগনি কাতার থেকে দেশে ফিরে এসে সাদিয়াকে নিয়ে যাওয়ার কথা থাকলেও ওসমান তাকে বিদেশ নিতে অস্বীকার করে। এমতাবস্থায় ওসমানের কাছে সাদিয়া আক্তারের দেয়া ১লাখ টাকা
ফেরত চাইলে ওসমান সাদিয়াকে নানা ধরনের হুমকি দেয়। সেইসাথে সাদিয়ার বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ারো হুমকি দেয় ওসমান। পরে সাদিয়া আক্তার বাদী হয়ে শেরপুর সিআর আমলী আদালতে ওসমানকে আসামী করে একটি মোকদ্দমা দায়ের করেন।যাহার নং-১০০৯/২৪, ধারা ৪০৬/৪২০ দঃবিঃ। বিজ্ঞ আদালত ইতোমধ্যে ওসমানের বিরুদ্ধে আগামী ২৩-০৯-২০২৪ইং সমনজারি করা হয়েছে বলে তার আইনজীবির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মামলার বাদী মোছা. সাদিয়া আক্তার এই প্রতিনিধিকে জানান, তাকে বিদেশ না নিয়ে এবং তার পাওনা টাকা পরিশোধ না করে ওসমান পুনরায় কাতার যাওয়ার উদ্দেশ্যে দেশে বিমানের টিকিট নিশ্চিত করেছে। প্রতারক ওসমান আদালতে দেয়া সময়ের আগেই যেন বিদেশ যেতে না পারে এই বিষয়ে ন্যায় বিচার পেতে ভুক্তভোগী সাদিয়া আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ