ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নড়াইলে ‘খালেদা জিয়া’ সাজা সেই শিশু শিক্ষার্থীর পরিবার কেমন আছেন এখন !

নড়াইলের লোহাগড়ায় ২০২৩ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নিয়ে ছিলো লক্ষিপাশা দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আন নূর জাহান তাহা। সেসময় ঔ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনকে শোকজ করা হয়। এমনকি চাকুরী থেকে বরখাস্ত করা হয় শিক্ষার্থী আন নূর জাহান তাহার পিতাকে। কেমন আছে এখন খালেদা জিয়া সাজা সেই শিক্ষার্থীর পরিবার জানতে চাইলে শিক্ষার্থী ‘র মা হালিমা আক্তার বলেন, ২০২৩ সালে ২৬ মার্চ লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার মেয়ে মনের ভালো লাগা থেকে বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে এজন্য অনুষ্ঠানের মাঠ থেকেই আওয়ামী লীগের নেতা কর্মিরা আমাদের বিভিন্ন ভাবে অপমান হুমকি-ধামকি ও হেনস্তা করে। যে ম্যাডাম আমার মেয়েকে সাজিয়ে ছিলো তাকে নানা ধরনের ভয়-ভিতী হুমকি দেয় ঔ মাট থেকে আওয়ামী লীগের নেতা কর্মিরা। আমার মেয়ে যে স্কুলে পড়ত ঔ স্কুলের প্রধান শিক্ষকে শোকজ করে উপজেলা প্রশাসন। আমার স্বামী লোহাগড়া পৌরসভার কর্মরত সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ নানা ভাবে আমাদেরকে ঔ ম্যাডামকে হয়রানি করছে এমনকি রাত বিরাতেও পুলিশ, ডিবি পুলিশ বাড়ি চোলে আসত অনেক চাপ দিত, এত বড় সাহস কোথায় পাইছিস। আমাদের মোবাইল ফোনও ট্রাকিং করা হত। আমার মেয়ে ভয়ে স্কুলে যেতে পারতনা। তখন আমাদের পরিবারের নেমে আসে ভয়াবহ দূর্দশা যা বলো বোঝানোর মত না ভেবেই কুল পাইনা কোথায় যাব কি করব চরম বিভীষিকায় দিন কাটত আমাদের। তখন বিএনপি নেতারা আমাদের পাশে ছিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী, ওনার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও নড়াইলের বিএনপির নেতারা আমাদের বাসায় আসছিল। জাইমা রহমান পাঠাগার থেকে আমার মেয়ের জন্য উপহার ও পাঠিয়েছিলো। এখন ছাত্র ভাইদের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি চাই এখন যেন কোনো শিশু কোনো পরিবার যেন রাজনৈতিক চাপে, প্রশাসনিক চাপে না পড়ে সবাই যেন স্বাধীন ভাবে বাঁচতে পারে। শিক্ষার্থী আন নূর জাহান তাহা বলেন, আমি খালেদা জিয়া সাজায় অনেক ভয় দেওয়া হয়। আমি সব সময় ভয়ে থাকতাম, বন্ধুদের সাথে খেলতে যেতে পারতামনা, আনন্দ-ফুর্তি করতে পারতাম না। সরকার পদত্যাগ করায় আমি অনেক খুশি এখন আর আমার কোনো ভয় নেই। আমি যখন খুশি আবার খালেদা জিয়া সাজতে পারব। প্রতিবেশী কাজলী বেগম জানান, তখন এই পরিবারকে অনেক ভাবে ভয়-ভিতি চাপ দেওয়া হয়েছে। ওনাদের লিজ নেওয়া ৫ একর জমির উপরে ঘেরের পাড়ের সব সবজি রাতের আধারে কেটে দেয়। দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন বলেন, তখন আমাকে নানাধরণের হুমকি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল ভূইয়া শিক্ষকদের লাঞ্চিত করে। আমার স্কুল এখন সুন্দর ভাবে চলছে।

শেয়ার করুনঃ