
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। জানা গেছে, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, পটুয়াখালী জেলা সংসদ’র আয়োজনে ৬ ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, পটুয়াখালী জেলা সংসদের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান, রবিউল আমীন বাবুল, কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মোতালেব মোল্লা, দখিনা খেলাঘর আসরের সাধারন সম্পাদক আতিকুজ্জামান দিপু, মুক্তপ্রাঙ্গনের প্রেসিডিয়াম সদস্য জাবেদুল হক খান ইকবাল ও কবি সুভাষ চন্দ্র উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচীর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।