
নওগাঁর মান্দার সাবাইহাটে হাতেনাতে চার্জার ভ্যান চোর আটক করেছে জনতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়’টায় সাবাইহাট কামার পট্টি থেকে একটি ভ্যান চুরি যায়।
ভ্যানের মালিক পিড়াকৈর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আমজাদ হোসেন। তিনি স্বল্প সময়ের জন্য ভ্যান রেখে বাজার করতে যান। ফিরে ভ্যান দেখতে না পেয়ে আশ পাশের লোকজনকে জানায়। পরে দ্রুত মোহনপুর উপজেলার কামারপাড়া-হাটরা গ্রামের মাঝমাঝি থেকে হাতে নাতে ভ্যানচোরকে ধরে সাবাইহাটে নিয়ে আসা হয়।
জানা গেছে, ওই চোরের নাম মিজানুর রহমান ( ২৮) । পিতা আজিম উদ্দীন। গ্রাম আড়ইল, দুর্গাপুর, রাজশাহী। উত্তেজিত জনতা চোরকে উত্তমমধ্যম দিতে থাকে।
খবর পেয়ে তেঁতুলিয়া ইউনিয়নের দফাদার, গ্রাম পুলিশরা তাদের হেফাজতে পরিষদ ভবনে আটক রাখে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর পূর্বেও ওই চোর সাবাইহাটে ভ্যান চরি করে ধরা খায়। বাগমারা থানায় চোরের নামে মামলা রয়েছে। সে পেশাদার ভ্যান চোর। নিয়মিত গাঁজা সেবন করে বলেও স্বীকারোক্তি দেয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান কামরুল এর মুঠোফোনে কল করলে তিনি জানান, বিশেষ কাজে ঢাকায় আছি। খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারবো।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজীর নিকট জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, আলামত ও বাদী না থাকায় চোরকে নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে । উল্লেখ্য ভ্যান ফিরে পাওয়ার পর ভিকটিম বাড়ী চলে যান।
পুলিশ বাদী হয়ে মামলা করা যায় কী না এমন প্রশ্নের জবাবে না সূচক জবাব দেন ওসি।