
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা এবং বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণের সাথে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন বজায় রাখার লক্ষে নাইক্ষ্যংছড়ি বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিতকতায় বৃহস্পতিবার (৫সেপ্টম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে দূর্গম আলীক্ষং এলাকায় বিজিবি কর্তৃক দিন ব্যাপী মেডিক্যাল অফিসার মেজর রাফি-উস-হাসান, এ এমসি কর্তৃক আলীক্ষ্যং এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচীর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ৪ শতাধীক জনসাধরণ এর মাঝে ঔষধ প্রদান করা হয়।
এবিষয়ে ১১ বিজিবি অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল কর্নেল সাহল আহমেদ নোবেল বলেন,পর্বত্য এলাকায় বসবাসরত জনসাধারণের সাথে বিজিবি’র এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।