
মোহনা টেলিভিশন ১৪ বছরে পদার্পন উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । জানা যায়,
১১ নভেম্বর শনিবার রাত ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাবে মোহনা টিভি দর্শক ফোরামে’র আয়োজনে এ সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পটুয়াখালী
প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী’র সভাপতিত্বে ও সদস্য চিন্ময় কর্মকার’র উপস্থাপনায় মোহনা টিভি’র ১৪ বছরে পথচলা উদযাপন উপলক্ষে আলোচনা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম পিপিএম- বিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।এসময় স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভি পটুয়াখালী প্রতিনিধি মো.খোকন হাওলাদার।
উক্ত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে এসময় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জসিম উদ্দিন ও মোহনা টিভি’র প্রতিনিধি সোহাগ রহমান সহ পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ কেককেটে প্রতিনিধিসহ উপস্থিত সাংবাদিকদের মাঝে পরিবেশন করেন।